22 May 2018

উপকূলজুড়ে চলছে ইলিশ শিকারের প্রস্তুতি


স্বদেশবার্তা ডেস্কঃ ইলিশের মৌসুমকে ঘিরে গভীর সমুদ্রগামী জেলেদের এখন চলছে সাগরযাত্রার প্রস্তুতিকেউ নতুন ট্রলার তৈরি শেষ করছেন, কেউ পুরনো ট্রলার মেরামতের কাজ করছেন, আবার কেউ জাল গুছিয়ে নিচ্ছেন কিংবা নতুন কিনছেনগেল বছর প্রচুর ইলিশ সাগরে জেলের জালে ধরা পড়ায় এবং সমুদ্রে জলদস্যুদের তৎপরতা কম থাকায় এ বছরে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছেপ্রত্যেকটি জেলে পল্লীতে একই দৃশ্য পরিলক্ষিত হয়েছেদেশের বৃহৎ ইলিশের মোকাম বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরন কেন্দ্রও প্রস্তুতএ এলাকার পাথরঘাটা, চরদুয়ানী, রুহিতা, পদ্মা, হরিণঘাটাসহ আশপাশে এখন জেলেদের গভীর সাগরের যাওয়ার পূর্বপ্রস্তুতি চলছে

এদিকে ট্রলার মালিকরা বসে নেই তারাও ব্যাস্ত হয়ে পরেছেন কিভাবে তাদের ট্রলার গভীর সমুদ্রে পাঠান যায়পাথরঘাটার সবকটি জেলে পল্লীতে এমন প্রস্তুতি দেখা গেছেঅল্প সংখ্যক ইলিশ এখন এই জেলেদের জালে ধরা পড়ছেতবে ঈদের আগেই ভরা মৌসুম শুরু হবে ইলিশ শিকারেরতখন জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বেতাই পুরোদমে ইলিশ ধরার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন এসব জেলেসহ পেশা সংশ্লিষ্টরা সবাই

সংশ্লিষ্ট জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের দ্বিতীয় মৎস্য অবতরন কেন্দ্র পাথরঘাটায় হওয়ায় বিষখালী ও বলেশ্বর নদীর তীরবর্তী পাথরঘাটা, চরদুয়ানী, রুহিতা, পদ্মা, হরিণঘাটাসহ উপকুলের সকল জেলেরা অন্তত শতাধীক নতুন ট্রলার তৈরি করছেনএরা সবাই গভীর সাগরে এ বছর ইলিশ শিকারের প্রস্তুত হয়েছেন

পাথরঘাটা উপকুলের জেলে কবির, নেছার, মনির, হানিফা, মিলন, বেল্লালসহ বেসকয়েকজনে জানান, এখন যারা সাগরে মাছ শিকারে নামছে তারা দুচারটা বা অল্প সংখ্যক ইলিশ পাচ্ছেনতবে আর কিছুদিন গেলেই ঈদের দুচার দিন আগে পুরো মৌসুম শুরু হবেওই সময় প্রত্যেক জেলে প্রচুর পরিমাণ মাছ শিকার করবেনজেলেদের ঈদটাও ভালো কাটবে বলে জানান তারা

বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সামনে ঈদ আর এ ঈদকে ঘিরেই ইলিশ মৌসুমে গভীর সমুদ্রে ইলিশ শিকারের জন্য ট্রলার মালিক ও জেলেদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শেষ করতে দেখা গেছেইতমধ্যেই প্রায় তাদের সকল পরিকল্পনা শেষএখন শুধু জাল ফেলতে সমুদ্রে যাবার আপেক্ষাতিনি আশাবাদী এ বছর জেলেদের মুখে হাসি ফুটবে


পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, সাধারণত বৃষ্টির মৌসুম শুরু হলেই ইলিশ জালে ধরা পড়েইলিশের মৌসুম শুরু হয় জুন থেকে জুলাই মাসের দিকেতবে এবসর বর্ষা কম হওয়ায় আগেই ইলিশের মৌসুম শুরু হতে পারেএ অঞ্চলের বৈশিষ্ট্য অনুসারে জুনের শেষের দিকে জেলেদের জালে ইলিশ ধরতে সাগরে নামে


শেয়ার করুন

0 facebook: