09 July 2018

ছবি তুলতে নগ্ন হলেন অস্ট্রেলিয়ায় ৫ শতাধিক নারী-পুরুষ


আন্তর্জাতিক ডেস্কঃ বিখ্যাত ফটোগ্রাফারের ক্যামেরায় নিজের ছবি তোলার জন্য নগ্ন হলেন পাঁচশতাধিক নারী-পুরুষসম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে এ ঘটনা ঘটে

সিএনএন এর প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর সাক্ষী থাকল এক বিরল দৃশ্যের৫০০ শতাধিক নারী-পুরুষ স্বেচ্ছায় নগ্ন হয়েছেন খ্যাতনামা মার্কিন ফটোগ্রাফার স্পেনসার টিউনিকের এক বিশেষ ফটোশ্যুটের জন্য


৫১ বছর বয়সি স্পেনসার টিউনিকের অদ্ভুত ধরনের ছবি তোলার জন্য খ্যাতি রয়েছেতিনি বিশালাকৃতির ন্যুড শ্যুট করে থাকেনএ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন স্থানে তিনি প্রায় ৭৬টি বিশাল সাইজের হিউম্যান ইনস্টরেসন করেছেন সম্প্রতি ইনস্টলেশনের জন্য টিউনিক বেছে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মহানগর মেলবোর্নকেতার ক্যামেরায় নিজের নগ্নতাকে বন্দি করার জন্য আবেদনপত্র জমা পড়েছিল ১২,০০০-এরও বেশিতার মধ্যে থেকে ৫ শতাধিক মানুষকে বেছে নেওয়া হয় শ্যুটের জন্য

একটি সুপারমার্কেটের ছাদে এই ফটোশ্যুট  হয়শ্যুটে অংশ নেওয়া মানুষ  জানিয়েছেন যে, এই অভিজ্ঞতা একেবারেই অনন্যযদিও খুব কম সময়ের মধ্যেই টিউনিক তার কাজ সারেন, তবু এই অভিজ্ঞতাকে সারা জীবনে ভোলা যাবে না বলেই মন্তব্য করেছেন প্রতিযোগীরা

প্রসঙ্গত, টিউনিক ২০০১ সাল থেকে শুরু করেছেন তার এই কাজমন্ট্রিল, লন্ডন, ক্লিভল্যান্ড, আমস্টারডাম ইত্যাদি শহরে তিনি এই ন্যুড হিউম্যান ইনস্টলেশনের প্রজেক্ট করেছেনতার মতে, পোশাকমুক্ত অগণিত মানব এক অনন্য দৃশ্য রচনা করে, যার কোনও তুলনাই হয় না।  এবেলা


শেয়ার করুন

0 facebook: