21 July 2018

বাংলাদেশে ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সিমেন্স


স্বদেশবার্তা ডেস্কঃ জার্মানির বহুজাতিক কোম্পানি সিমেন্স বাংলাদেশে প্রায় ৭০ হাজার কোটি টাকা (সাত বিলিয়ন ইউরো) বিনিয়োগ করবেপররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যানেন নিয়েলস এ তথ্য জানানবৃহস্পতিবার দুই মন্ত্রীর মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জার্মান প্রতিমন্ত্রী একথা বলেন

বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মান প্রতিমন্ত্রী অ্যানেন নিয়েলস জানান, জার্মান কোম্পানি সিমেন্স বাংলাদেশের সবচে বড় বিনিয়োগকারী হতে যাচ্ছেকারণ তারা পায়রায় আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সাত বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে

নিয়েলস জার্মান কোম্পানি ভেরিডোজকে ই-পাসপোর্ট কাজের দায়িত্ব দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানানতিনি অনুরোধ করেন, যাতে বাংলাদেশে জার্মান কোম্পানিগুলোকে আরও বেশি সহায়তা দেওয়া হয়এর উত্তরে পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী তাকে সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেন


শেয়ার করুন

0 facebook: