![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ হজ্জযাত্রী পরিবহণে শর্ত ভঙ্গকারী এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে কমিটি বাংলাদেশ বিমানকে চট্টগ্রাম-ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালুর পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে।
গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য অধ্যাপক আলী আশরাফ, নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান ও সাবিহা নাহার বেগম।
বৈঠকে ঈশ্বরদী বিমান বন্দরের রানওয়ের লিজের জমি উদ্ধার ও এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয়ার জন্য বিমান মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়। এ ছাড়া কার্গো বিমানের মালামাল সময়মতো বিমানবন্দর থেকে খালাস না করলে বেশি হারে জরিমানা ধার্যসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। বৈঠকে পর্যটন করপোরেশনের অধীন পিপিপিতে হোটেল নির্মাণ প্রকল্প গ্রহণের আগে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব নেয়ার সুপারিশ করেছে কমিটি।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: