15 August 2018

খুলনা-৪ আসনের উপ-নির্বাচন ২০ সেপ্টেম্বর


স্বদেশবার্তা ডেস্কঃ খুলনা-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ উপ-নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়। 

তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৬ আগস্ট। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২৮ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ২০ সেপ্টেম্বর। 

উল্লেখ্য, খুলনা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এস. এম. মোস্তফা রশিদী সুজা গত ২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ৫ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।


শেয়ার করুন

0 facebook: