16 August 2018

কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় কয়েক দিনের ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গৃহহীন হয়েছে পড়েছে তিন কোটি ৩০ লাখ বাসিন্দা।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, বন্যায় ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের মোট ১৪টির মধ্যে অর্ধেকেরও বেশি জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গতকাল শনিবার ইদুক্কি জেলার এক রিসোর্ট থেকে ৫৪ জন পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী। ৩১ হাজার মানুষ উদ্ধার শিবিরে আশ্রয় নিয়েছেন।

খবরে আরও বলা হয়েছে, গত ২৬ বছরের মধ্যে এই প্রথম ইদুক্কি বাঁধ এলাকায় তিন মাত্রার সতর্কতা জারি করে ওয়াটার রিজার্ভারের ফটক খুলে দেওয়া হয়েছে। রিজার্ভারের পানি উচ্চতা ২ হাজার ৪০০ ফুটের বেশি হওয়ার পর গত বৃহস্পতিবার সেটির তিনটি ফটক খুলে দেওয়া হয়। এতে একাধিক নদীর পানি বেড়ে গিয়ে এলাকা প্লাবিত হয়েছে।

বন্যাকবলিত এলাকা থেকে এর মধ্যেই ১০ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। দিনব্যাপী উদ্ধারকাজ চলছে। ওই এলাকায় দুর্গতদের জন্য অন্তত ৫০০ ত্রাণশিবির তৈরি করা হয়েছে।

কেরালার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ‘রাজ্যের অনেক জায়গার অবস্থার অবনতি ঘটছে। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও।’

কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয় এক টুইট বার্তায় ওই রাজ্যে অবস্থিত কচি আন্তজার্তিক বিমানবন্দর আগামী শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন। এছাড়া গতকাল বুধবার তিনি বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) পাশাপাশি দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছে।


শেয়ার করুন

0 facebook: