স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়ার তিনজন শীর্ষ আইনজীবীসহ ৬১ জনের বিরুদ্ধে পল্টন থানায় একটি
মামলা দায়ের করা হয়েছে।
১৩
সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম
সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এহসানুর
রহমান জানান, গত ১১ সেপ্টেম্বর, মঙ্গলবার পল্টন মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)
জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে বিএনপির সিনিয়র আইনজীবী খন্দকার
মাহবুব হোসেন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও আবদুর রেজাক খানসহ মোট ৬১ জনকে আসামি
করা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের
উত্তর গেটে এই আইনজীবীরা পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদান করে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়।
আইনজীবী
এহসানুর জানান, ওই দিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিলের
আয়োজন করেছিল বিএনপি। মামলার এজাহারে বলা হয়েছে, কর্মসূচি পালনের সময় পুলিশ যান চলাচলে
সহযোগিতা করতে চাইলে বিএনপির এসব আইনজীবী ও অন্যান্য নেতাকর্মীরা পুলিশের কর্তব্যকাজে
বাধা প্রদান করে এবং ককটেল বোমা বিস্ফোরণ ঘটায়।
ব্যারিস্টার
এহসানুর রহমান বলেন, ‘আমরা আইনজীবীদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে উচ্চ আদালতের শরণাপন্ন
হব।’
0 facebook: