26 September 2019

ইন্দোনেশিয়ায় বিবাহ ব্যতীত নারী পুরুষের যৌনসম্পর্ক নিষিদ্ধ করে বিল পাশ হতে যাচ্ছে


আন্তর্জাতিক ডেস্ক।। ইন্দোনেশিয়ায় বিয়ের আগে যৌনসম্পর্ককে নিষিদ্ধ করে বিল পাশ হতে যাচ্ছে। প্রাথমিকভাবে মঙ্গলবার সংসদে এই বিলটির বিষয়ে ভোট হওয়ার কথা ছিল। তবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার পর্যন্ত ভোট স্থগিত করেন।

তিনি বলেছেন, নতুন আইন বাস্তবায়নের আগে আরো বিবেচনা প্রয়োজন।

দেশটির প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী, বিয়ের আগে যৌনসম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তি হিসেবে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বিয়ে ছাড়া একসাথে বসবাসের ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের শাস্তি। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ধর্ম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের মত প্রতীক অবমাননা অবৈধ হিসেবে বিবেচিত হবে।

এছাড়া চিকিৎসাজনিত জরুরি অবস্থা বা ধর্ষণের পরিস্থিতি না হলে গর্ভপাতের শাস্তি সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড।

দেশটির প্রধান ইসলামী দল নাহদাতুল ওলামাবলেছে, এই আইনের মধ্যে দেশের সাধারণ জনগণের চরিত্রের প্রতিফলন ঘটেছে।

এদিকে ইন্দোনেশিয়ার কয়েকটি শহরে আইনের বিরুদ্ধে বিক্ষোভ করে কিছু ছাত্র। বিক্ষোভরত এক নারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা দেখা যায়, আমার দেহ কোনো সরকারের সম্পত্তি নয়।  ইন্দোনেশিয়ার পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।


শেয়ার করুন

1 comment:

  1. Exciting world class learning apps in bd like never before..
    visit us to the link
    https://exampreparation.study

    ReplyDelete