16 September 2018

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুইজন নিহত


সিলেট প্রতিনিধিঃ সিলেট রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টার সময় পড়ে গিয়ে দুই যুবক নিহত হয়েছেন।

গতকাল ১৫ সেপ্টেম্বর, শনিবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে আন্তনগর উপবন এক্সপ্রেস সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। স্টেশনের ৫০ গজ পূর্ব দিকে চলন্ত এই ট্রেনে উঠার চেষ্টা করে দুই যুবক। কিন্তু উঠতে না পেরে তারা পড়ে যায়। এ সময় ট্রেনের চাকায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ নিহত যুবকদের মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তাদের নাম-ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ছাড়া স্থানীয়দের বরাতে পুলিশ জানান, নিহত দুই যুবক সিলেটের কিন ব্রিজের ওপর রিকশা ঠেলার কাজ করতেন।


শেয়ার করুন

0 facebook: