16 September 2018

ফিলিপাইনে ঘূর্ণিঝড় 'মাংখুত', ২৫ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় 'মাংখুত' এর আঘাতে ২৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ঝড়টি এখন প্রধান দ্বীপ লুজনের মধ্য দিয়ে এগিয়ে পশ্চিমমুখে চীনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুনটি ঘন্টায় ১৮৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে। এতে ঝুঁকিতে আছে অন্তত ৫০ লাখ মানুষ। টাইফুনের কারণে ছয় মিটার উঁচু জলোচ্ছ্বাসের পূর্বাভাসে উপকূলীয় অঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুর্তার্তের রাজনৈতিক উপদেষ্টা ফ্রান্সিস তোলেন্তিনো নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, মাংখুত এই বছর ফিলিপিনের ১৫তম ঝড়। প্রতিবছর গড়ে ২০টি টাইফুন দেশটিতে আঘাত হেনে থাকে।

দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, তুগেগ্যারাও শহরের প্রায় সব ভবন কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ঝড়ের অন্তত ৪২টি ভূমিধসের ঘটনা ঘটেছে। তীব্র বন্যা ছাড়াও বাড়ির ছাদ ও গাছ উপড়ে ফেলেছে ঘূর্ণিঝড়টি।
বানগিও শহরে ভূমিধসের মধ্যে আটকা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টার সময় দুই উদ্ধারকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানী ম্যানিলার ভিতর দিয়ে বয়ে যাওয়া মারিকিনা নদীতে এক কিশোরীর লাশ পাওয়া উদ্ধার করা হয়েছে।

এদিকে স্থলে উঠে আসার পর টাইফুনটির বাতাসের বেগ কিছুটা হ্রাস পেয়েছে। এতে সুপার টাইফুনের অবস্থা থেকে নেমে এটি প্রায় চার মাত্রার সমতুল্য একটি হারিকেনে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এই টাইফুনটিকে চলতি বছর এ পর্যন্ত আঘাত হানা ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে ঘোষণা করেছে।


শেয়ার করুন

0 facebook: