18 September 2018

পাকিস্তানের প্রধানমন্ত্রী ভবনের বিলাসবহুল গাড়ি নিলাম


আন্তর্জাতিক ডেস্কঃ ব্যয় সংকোচনের জন্য প্রধানমন্ত্রী ভবনের বিলাসবহুল ও অতিরিক্ত গাড়ি নিলামে তুলে বিক্রির ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সভাপতি ইমরান খান। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মালিকানাধীন অতিরিক্ত ১০২টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলা হয়েছে।  এর মধ্যে ৬১টি নিলাম হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসক মেজর আসিফ গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, যে গাড়িগুলো নিলামে বিক্রি হয়নি সেগুলোর মূল্য পুনরায় নির্ধারণ করবে জাতীয় রাজস্ব বোর্ড। নিলামে মোট ১০২টি গাড়ি তোলা হয়েছিল। যার মূল্য নির্ধারণ করা হয়েছিল এক বিলিয়ন রুপি।

মেজর আসিফ আরও বলেন, এই ৬১টি গাড়ি বিক্রি থেকে প্রাপ্ত ১২০ মিলিয়ন রুপি জাতীয় কোষাগারে জমা হবে। তাছাড়া বুলেটপ্রুফ গাড়িগুলো থেকে ১৬০ মিলিয়ন রুপির বেশি মূল্য আশা করছে সরকার। নিলামে তুললেও আমরা দুটি বুলেটপ্রুফ গাড়ির ক্রেতা পাইনি। এছাড়া নিলামে তোলা ২৭টি বুলেটপ্রুফ গাড়ির মধ্যে মাত্র সাতটি গাড়ি বিক্রি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিলামকৃত ১০২টি গাড়ির মধ্যে পাঁচটি বুলেটপ্রুফ গাড়িসহ ৬১টি গাড়ি ইতোমধ্যে বিক্রিও হয়ে গেছে। নিলাম হওয়া গাড়ির মধ্যে মার্সিডিজ ২০০৫ মডেলের পাঁচ হাজার সিসির এসইউভি বিক্রি হয়েছে প্রায় দেড় কোটি রুপিতে।

এ ছাড়া ল্যান্ড ক্রুজার ভি-৮ মডেলের গাড়িটি নিলাম হয়েছে আড়াই কোটির রুটিরও বেশি মূল্যে। ২০১৬ মডেলের মার্সিডিজ বেঞ্জের চারটি গাড়ি বিক্রি হয়েছে এরমধ্যে দুইটিই বুলেট প্রুফ। পাশাপাশি ১৬টি টয়োটা, একটি হোন্ডা সিভিক, তিনটি সুজুকি ও একটি হিনো বাসও নিলামে বিক্রি হয়েছে।

পিটিআই’ও তাদের টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে। টুইটারে তারা লিখেছে, গতকাল সোমবার অনুষ্ঠিত নিলামে বিক্রি হয়েছে আটটি বিএমডব্লিউ যার মধ্যে তিনটি ২০১৪ মডেলের, তিনটি পাঁচ হাজার সিসির এসইউভি ও দুইটি ২০১৬ মডেলের তিন হাজার সিসির এসইউভি।

এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, প্রথম ধাপে নিলামে তোলা গাড়িগুলো বাজার দর অনুযায়ী বিক্রি হয়েছে। এ সময় তিনি নিলামে ৭০টি গাড়ি বিক্রি হয়েছে বলে জানান।

তিনি আরো জানান, এ নিলাম হবে দুটো ধাপে। প্রথম ধাপে ৩৪টি গাড়ি বিক্রি হয়েছে। দ্বিতীয় ধাপে আমদানিকৃত ৪১টি গাড়ি বিক্রি করা হবে। এ সময় তথ্যমন্ত্রী ঘোষণা দেন যে নিলাম থেকে প্রাপ্ত মোট অর্থ জাতীয় কোষাগোরে জমা হবে।

পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান তার প্রথম ভাষণে বলেছিলেন, তিনি সরকারি ব্যয় হ্রাস করবেন। তার এই ব্যয় সংকোচনের নীতির অংশ হিসেবে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত গাড়িগুলো বিক্রি করার ঘোষণা দেন।


শেয়ার করুন

0 facebook: