07 October 2018

জুলাই-আগস্ট, দুই মাসে রাজস্ব আয় ২৮ হাজার কোটি টাকা


স্বদেশবার্তা ডেস্কঃ ২০১৮-১৯ করবর্ষের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি-রপ্তানি শুল্ক মিলে মোট রাজস্ব আয় করেছে ২৮ হাজার ৩০৩ কোটি ৫৩ লাখ টাকা। আর তা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় এক দশমিক ৫৩ শতাংশ বেশি। গত করবর্ষের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২৭ হাজার ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকা।

এনবিআর সূত্রে জানা যায়, খাতভিত্তিক রাজস্ব আয়ের হিসাব হলো- দুই মাসে আমদানি ও রপ্তানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ৯ হাজার ৭১৩ কোটি ৬৪ লাখ টাকা, স্থানীয় পর্যায়ে মূসক থেকে ১০ হাজার ৯৮৬ কোটি ৬২ লাখ এবং আয়কর ও ভ্রমণ কর খাতে সাত হাজার ৬০৩ কোটি ২৭ লাখ টাকা।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, বছরের প্রথম দিকে হওয়ায় জুলাই ও আগস্ট মাসে রাজস্ব আয় লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে আছে। করসেবা নিশ্চিত করার মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে বছর শেষে মোট লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। গত কয়েক বছরে নতুন করদাতা সংগ্রহ এবং করসেবা সহজ করার মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি পাওয়ার যে ইতিবাচক ধারা তৈরি হয়েছে, তার প্রতিফলন এই করবর্ষেও দেখতে পাওয়া যাবে।

চলতি করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে দুই লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা। আর জুলাই-আগস্টে কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার ৫৭৭ কোটি টাকা।


শেয়ার করুন

0 facebook: