18 October 2018

মাহবুব তালুকদারের পদত্যাগ চায় না আ.লীগঃ ওবায়দুল কাদের


স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ চায় না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক  এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরতিনি বলেন, আওয়ামী লীগ মাহবুব তালুকদারের পদত্যাগ চায় না, কেউ চাইলে এটি তাদের ব্যক্তিগত মতামতএখনি তার পদত্যাগ করতে হবে এমন কিছু হয়নি কারও ব্যক্তিগত মতামত থাকতে পারে, সবাই সব বিষয়ে একমত হব এটা কখনো হয় না

বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন

সেতুমন্ত্রী বলেন, আগামী নির্বাচন নিয়ে কোনো নাশকতা আশঙ্কা নেইতারপরও যদি কেউ নির্বাচনে নাশকতা করার চেষ্টা করে তার খবর আছেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে আসতে প্রতিদিনই যোগাযোগ করছে একাধিক রাজনৈতিক দলএরইমধ্যে আগ্রহ প্রকাশ করা কয়েকটি দলের নাম উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জোটের রাজনীতির শেষ দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিনএখনই মুখ খুলতে চাই না

আমাদের সঙ্গে যোগাযোগ করেছে জাকের পার্টি, সাতটি দলের একটি বাম অ্যালায়েন্স, বাহাদুর শাহ এর ইসলামী ফ্রন্টতারা আমাদের অফিসে এসেছেন আমাদের কাছে একটি দাবি রেখে গেছেন, আমাদের সঙ্গে কাজ করতে চান, শামিল হতে চান

ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধনের সাথে আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়আমি বলছি আমরাও অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাইআশা করি সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে


শেয়ার করুন

0 facebook: