01 November 2018

তালিবানি শাসনকে স্বীকৃতি দিয়েছে পাকিস্তানের প্রশাসন


আন্তর্জাতিক ডেস্কঃ তালিবানি শাসনকে স্বীকৃতি দিয়েছে পাকিস্তানের প্রশাসন! ঠিক এই ভাষাতেই পাকিস্তানের মসনদে ক্ষমতাসীন ইমরান খান সরকারের সমালোচনা করলেন নোবেল জয়ী মালাল ইউসুফজাইয়ের বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই

টুইট করে সরাসরি প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরমান খানের 'নতুন পাকিস্তান' গড়ার স্লোগানের উপরেই

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের শাসনে রয়েছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান বা পিটিআইগত ২৯ অক্টোবর সেখানকার মেয়েদের স্কুলগুলোর উপর একটি নির্দেশিকা জারি করেছে প্রদেশের এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট

নির্দেশিকায় বলা হয়, মেয়েদের স্কুলগুলোতে যে কোনও বয়সের পুরুষের প্রবেশাধিকার নিষিদ্ধস্কুলগুলোতে কোনও অনুষ্ঠান হলে, সেগুলোতে কেবলমাত্র নারীদের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো যাবে

প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো যাবে প্রশাসনের নারী কর্মকর্তা, পাকিস্তানের পার্লামেন্ট বা প্রাদেশিক আইসভার নারী সদস্যদেরকেএমনকী, মেয়েদের স্কুলগুলোর কোনও অনুষ্ঠান সংবাদ মাধ্যমে সম্প্রচারের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নির্দেশিকার মাধ্যমেনির্দেশিকাটি জারি করেছেন খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান

এই নির্দেশিকারই বিরুদ্ধাচারণ করেন মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইতালিবান শাসনের সঙ্গে তুলনা করেন এই নির্দেশিকাকেতার মতে, ঠিক যেভাবে তালিবানরা মেয়েদের পড়াশোনাকে নিষিদ্ধ করেছিল, সেই পথেই হাঁটছে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের শাসনে থাকা ইমরান খানের দল

মেয়েদের স্কুলে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করার সমালোচনা করেন তিনিপ্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী ইমরানের 'নতুন পাকিস্তান' গড়ার স্বপ্নের বিষয়েএই ভাবে আদৌ নতুন পাকিস্তান গঠন সম্ভব কিনা তাও প্রশ্ন করেন তিনিযদিও এই নির্দেশিকা জারির পিছনে নিজের মতো করে সাফাই দিয়েছে প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খানতার মতে, মেয়েদের পড়াশোনাকে নতুন পথ দেখানোর উদ্দেশ্যেই এই নির্দেশিকা দেয়া হয়েছে


শেয়ার করুন

0 facebook: