02 November 2018

এবার আর ভুল করবে না বিএনপি: নাসিম

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ভুল বিএনপি আর করবে না বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম

আজ ২ নভেম্বর, শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ মন্তব্য করেন

নাসিম বলেন, ‘বিএনপি গত নির্বাচনে আসে নাইএবার আর ভুল করবে নাআমি অনুরোধ করব নির্বাচনে আসেনদীর্ঘ ৪ ঘণ্টার আলোচনা সংলাপের পর তাদের বডি ল্যাংগুয়েজ দেখে আমার মনে হয়েছে, এবারের নির্বাচনে তারা আসবেস্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গতবার আমাদের ওয়াকওভার দিয়েছিলেনকেউ যদি নির্বাচন না করে কী করব আমরা? কেউ নির্বাচন না করলে তো আমরা জিতেই যাবদয়া করে, আপনারা আমাদের ওয়াকওভার দেবেন নাওয়াকওভার দেওয়ার কারণে আপনারা অনেক কষ্ট পেয়েছেন, অনেক খেসারত আপনাদের দিতে হচ্ছেআর দয়া করে, এই কাজটি করবেন নাভুল করবেন নামহাভুল হয়ে যাবে যদি আপনারা (বিএনপি) নির্বাচনে না আসেন

নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে আশ্বত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলেছেন ইলেকশন ফেয়ার হবে, ভয়ের কোনো কারণ নেইবিশ্বাস করে আসেননির্বাচনে কোনো কারচুপি হবে নাএখনো বলছি নির্বাচনে আসেনআর কয়েকদিন পর সিডিউল ঘোষণা করা হবেজনগণ যদি রায় দেয় আপনারা থাকবেনজনগণকে রায় দেওয়ার সুযোগ দেন, জনগণ যাকে রায় দেবে তাদের কেউ দমিয়ে রাখতে পারবে না

সংলাপের পরিবেশ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারা (ঐক্যফ্রন্ট) সাত দফার কথা বলেছেন, তাদের নেত্রীর মুক্তির কথা বলেছেনকিন্তু আমরা বলেছি- সংবিধানের মধ্যেই বলেনইলেকশনতো এসে গেছেনির্বাচন নিয়ে তো প্রতি বছর বছর আলোচনা হবে নাপ্রতি বছর তো অবিশ্বাস সৃষ্টি করা যাবে নাইলেকশন হবে সংবিধানের মধ্যে দিয়ে

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, সন্ধানী কেন্দ্রীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম সালেক ও মহাসচিব ডা. মুহম্মদ জয়নাল আবেদিন, সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুশফিক উল মুকিত ও সাধারণ সম্পাদককে এম আবদুল্লাহ আল মুঈদ প্রমুখ। 
সূত্রঃ বাসস


শেয়ার করুন

0 facebook: