10 December 2018

বিএনপি নেতাদের সাথে বৈঠকের খবর ভিত্তিহীন


স্বদেশবার্তা ডেস্কঃ ঢাকায় বিএনপির তিন শীর্ষ নেতার সাথে পাকিস্তানি কূটনীতিকদের বৈঠকের খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে পাকিস্তান হাইকমিশনগতকাল রোববার এক লিখিত বক্তব্যে গণমাধ্যমকে এ কথা জানায় তারা

লিখিত বার্তায় পাকিস্তান হাইকমিশনের কনসুলার (প্রেস) মুহম্মদ আরোঙ্গজেব হারাল জানান, বিভিন্ন গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীনপাকিস্তানের কোনো কূটনীতিক বিএনপির এই তিন নেতার সাথে বৈঠক করেনি

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক পাকিস্তান দূতাবাসের দুই শীর্ষ কূটনীতিকের সাথে বৈঠক করেছেন এমন খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে

প্রকাশিত খবরে বলা হয়, পাকিস্তান হাইকমিশনসংলগ্ন গ্লোরিয়া জিন্স কফি শপ ও নান্দোস রেস্টুরেন্টে আসন্ন নির্বাচন নিয়ে কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন মির্জা আব্বাস, ব্যারিস্টার আমিনুল হক ও ড. খন্দকার মোশাররফ হোসেনগতকাল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তরফ থেকেও এ অভিযোগ করা হয়েছেআর এ নিয়ে জোর আলোচনা শুরু হওয়ার পর পাকিস্তান হাইকমিশন থেকে এ বক্তব্য দেয়া হয়েছে


শেয়ার করুন

0 facebook: