11 December 2018

জেলায় জেলায় যাচ্ছে ব্যালট বাক্স

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ নির্বাচনি এলাকায় যাচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্সরোববার রাতে জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্সগুলো পাঠানো হয়

গত ৭ নভেম্বর থেকে মনোনয়নপত্রসহ বেশ কিছু উপকরণ পাঠানো শুরু করে কমিশনএগুলোর মধ্যে রয়েছে-  স্টাম্প প্যাড, অফিসিয়িাল সিল, মাকিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপ পিন পাঠানো হয়এছাড়া সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র, নির্দেশিকা, ফরম ও প্যাকেট গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে সরবরাহ করা হয়

ইতিমধ্যে বিজি প্রেসকে ব্যালট পেপার ছাপানোর নির্দেশনা  দিয়েছে কমিশনভোটগ্রহণের সপ্তাহখানে আগে জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে এগুলো বুঝিয়ে দেওয়া হবে

আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবেইতিমধ্যে প্রার্থিতা বাছাইয়ের পর প্রত্যাহারও সম্পন্ন হয়েছে১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে১১ ডিসেম্বর থেকে ব্যালট পেপার ছাপানোর কাজ শুরুর কথা রয়েছে

ইসির ক্রয় ও মূদ্রণ শাখার প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান জানান, ব্যালট পেপার ছাড়া অন্য সব নির্বাচনী সামগ্রী আমরা বিতরণ শুরু করেছি


শেয়ার করুন

0 facebook: