11 December 2018

নারী নেতৃত্ব সংশ্লিষ্ট হাদীছ শরীফকে অস্বীকার করায় সংস্কৃতিমন্ত্রীকে লিগ্যাল নোটিশ


স্বদেশবার্তা ডেস্কঃ নারী নেতৃত্ব সংশ্লিষ্ট হাদিছ শরীফকে অস্বীকার করায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছেদৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত এর নিবার্হী সম্পাদক মুহম্মদপুর তাজ জামে মসজিদ এর খতিব, মুফতিয়ে আযম আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ এবং দৈনিক আল ইহসান এর সাংবাদিক ও বিশ্ববার্তা২৪ডট কম এর সম্পাদক মুহম্মদ আরিফুর রহমান এর পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মুহম্মদ হাসান শহীদ কামরুজ্জামান আজ রেজিস্টার্ড লিগ্যাল নোটিশটি পাঠান

নোটিশদাতারা বলেন, বিগত ইংরেজি ১/১২/২০১৮ তারিখে অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনে ইসলামে নারীর নেতৃত্ব হারাম মোটেও ঠিক নয়ঃ সংস্কৃতিমন্ত্রীশিরোনামে সংবাদের প্রতি আমার সম্মানিত মোয়াক্কেলগণের দৃষ্টি আকর্ষিত হয়েছেআপনার বক্তব্য শরিয়ত বিরোধী হওয়ায় আমার সম্মানিত মোয়াক্কেলগণ অত্র আইনী নোটিশ দিয়ে আপনার বক্তব্যের ব্যাখ্যা দাবি করতে বাধ্য হয়েছেন

পবিত্র হাদিস শরীফে নারী নেতৃত্ব বিষয়ে যা বর্ণিত রয়েছে তা আপনার জ্ঞাতার্থে তুলে ধরা হলো- অর্থ: হযরত আবূ বাকরাহ্ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিততিনি বলেন- যখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এই সংবাদ পৌঁছালো যে, পারস্যের অধিবাসীরা তাদের শাসক বানিয়েছে কিসরার মেয়েকেতখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- ঐ ক্বওম বা সম্প্রদায় কখনোই সফলতা অর্জন করবে না যদি তাদের শাসক হয় কোনো মহিলা” (বুখারী শরীফ, নাসায়ী শরীফ)

পবিত্র হাদিস শরীফে আরো বর্ণিত আছে, “ হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিতনূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন- যখন অসৎ লোকেরা হবে তোমাদের নেতা তোমাদের মধ্যে ধনীরা হবে কৃপণ এবং তোমাদের শাসকরা হবে মহিলা তখন তোমাদের জন্য জমিনের উপরিভাগ অপেক্ষা তলদেশ হবে উত্তমঅর্থাৎ বেঁচে থাকার চেয়ে ইন্তিকাল উত্তম। (সুনানে তিরমিযী, হাদীছ শরীফ নং-২২৬৬, আল জামিউছ ছহীহ বুখারী শরীফ, বাব- কিতাবুন নাবিয়্যি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা কিসরা ওয়াকায়সার, মহাসম্মানিত ও মহা পবিত্র হাদীছ শরীফ নং ৪৪২৫)

আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সম্মানিত ব্যক্তিআপনি কী করে বলতে পারেন উপরোক্ত বাণী সমূহ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদিস শরীফ নয়যদি আপনার কাছে এ বিষয়ে শরীয়ত সম্মত কোন প্রমাণ থেকে থাকে তাহলে অত্র আইনী নোটিশ প্রাপ্তির পর গ্রহণযোগ্য সময়ের মধ্যে আপনার বক্তব্যের স্বপক্ষে তথ্য উপাত্ত উপস্থাপন করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে সচেষ্ট হবেন বলে আমার সম্মানিত মোয়াক্কেলগণ বিশ্বাস রাখেনআর আপনি যদি এ বিষয়ে বাহাস করতে প্রস্তুত থাকেন তাহলে সে বিষয়ে আপনার সুচিন্তিত প্রস্তাবনা পেশ করতে দ্বিধান্বিত থাকবেন নাঅন্যথায় পবিত্র শরীয়তে গ্রহণীয় নির্দেশনার আলোকে ক্ষমা প্রার্থণা করে দ্বীন ইসলাম প্রিয় মানুষের মনক্ষোভ নিরসনে সচেষ্ট থাকবেন


শেয়ার করুন

1 comment:

  1. জাযাকাল্লাহু খয়রান

    ReplyDelete