11 December 2018

বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতী বিজেপির পতন


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজিপি) পতন  হয়েছেতারা মধ্যপ্রদেশ ছাড়া সবকটি প্রদেশে পরাজয় বরণ করেছেফলাফলে দেখা যাচ্ছে, মিজোরাম হারিয়ে দুটি রাজ্যের দখল নিয়েছে কংগ্রেস

বসুন্ধরা রাজেকে সরিয়ে রাজস্থানে সরকার গড়তে যাচ্ছে কংগ্রেসইঙ্গিতটা দীর্ঘদিন ধরেই ছিলনির্বাচনের আগের সমীক্ষা থেকে শুরু করে বুথ ফেরত সমীক্ষা, সর্বত্রই স্পষ্ট ইঙ্গিত ছিল পালাবদলেরগতকাল ভোট গণনা শুরু হওয়ার পর থেকে রাজস্থানে বাস্তবেও দেখা গেল একই চিত্র

তেলেঙ্গানায় বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএসআর মিজোরামে এগিয়ে রয়েছে আঞ্চলিক দলের জোট এমএনএফ

ভারতের এই পাঁচ রাজ্যের বিধানসভার ভোট শেষ হয় শুক্রবারগতকাল ভোট গণনা শেষ হয়পাঁচ রাজ্যের ভোটকে কেন্দ্র করে সব দলই বলে আসছিল যে এটি হবে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের সেমিফাইনালআর ফাইনাল হবে এপ্রিল-মে মাসেগত ১২ নভেম্বর মাওবাদীঅধ্যুষিত রাজ্য ছত্তিশগড় থেকে নির্বাচন শুরু হয়রাজ্যে দুই দফায় ভোট হয়দ্বিতীয় দফার ভোট হয় ২০ নভেম্বরমধ্যপ্রদেশ ও মিজোরামে ভোট হয় গত ২৮ নভেম্বররাজস্থান ও তেলেঙ্গানায় ভোট হয় ৭ ডিসেম্বর

পাঁচ রাজ্যের মধ্যে এখন বিজেপি ক্ষমতায় আছে তিনটিতেএগুলো হলো মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানেকংগ্রেস ক্ষমতায় আছে মিজোরামেআর তেলেঙ্গানায় আছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)

শুক্রবার শেষ দফার নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রকাশিত হয় বুথফেরত জরিপতিন রাজ্যে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারছে বলে এই জরিপে আভাস মেলেনি

জরিপে আভাস দেওয়া হয়, রাজস্থানে বিজেপি ক্ষমতা হারাবেআর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবেতেলেঙ্গানায় কংগ্রেস-টিডিপি (তেলেগু দেশম পার্টি) জোটকে হারিয়ে দিতে পারে টিআরএসঅন্যদিকে, মিজোরামেও ঠাঁই পাবে না বিজেপিসেখানকার আঞ্চলিক দলের জোট হারিয়ে দিতে পারে বর্তমান শাসক দল কংগ্রেসকে

মধ্যপ্রদেশঃ পাঁচটি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে মধ্যপ্রদেশেআসনসংখ্যা ২৩০রাজ্যে এখন ক্ষমতায় রয়েছে বিজেপিভোটের ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি ১১০, কংগ্রেস ১০৯ এবং বিএসপি পেয়েছে ছয়টি আসন

রাজস্থানঃ রাজ্যের আসনসংখ্যা ২০০ক্ষমতায় রয়েছে বিজেপিকংগ্রেস পেয়েছে ১০২টি আসন আর বিজেপি পেয়েছে ৭২টি আসন

ছত্তিশগড়ঃ আসনসংখ্যা ৯০বর্তমানে ক্ষমতায় বিজেপিচূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে, কংগ্রেস পেয়েছে ৬৬টি এবং  বিজেপি পেয়েছে ১৫টি আসন

তেলেঙ্গানাঃ অন্ধ্র প্রদেশ ভেঙে গঠিত হওয়া তেলেঙ্গানা রাজ্যে রয়েছে ১১৯টি আসনসেখানে টিআরএস ৮৫, কংগ্রেস ২৩ এবং বিজেপি পেয়েছে মাত্র তিনটি আসন

মিজোরামঃ উত্তরপূর্ব ভারতের পাহাড়ি রাজ্য মিজোরামআসনসংখ্যা ৪০এখানে ক্ষমতায় রয়েছে কংগ্রেসরাজ্যে জাতীয় দলগুলোর সঙ্গে পাল্লা দিয়ে চলছে আঞ্চলিক দলআঞ্চলিক দলের জোট এমএনএফ ২৬টি আসন এবং কংগ্রেস পাঁচটি এবং বিজেপি পেয়েছে মাত্র একটি আসন


শেয়ার করুন

0 facebook: