24 January 2019

জনগণ বিএনপির ডাকে সাড়া দেবে কেনঃ কাদেরের প্রশ্ন

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ১০ বছর ধরে বিএনপি শুধু আন্দোলনের ঘোষণা দিয়ে এসেছে কিন্তু আন্দোলন করতে পারেনিকারণ, জনগণ সাড়া দেয়নিআর এখন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর যখন জনগণ শান্তিতে আছে, বিএনপির আন্দোলনের ডাকে তারা কেন সাড়া দেবে!

গতকাল (বুধবার) রাজধানীর বনানীতে নব নির্মিত বিআরটিএ ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন

আওয়ামী লীগকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে’ -বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিরোধী দলের আন্দোলনের আহ্বান জানানো ছাড়া আর কিছু করার নেইকারণ জনগণ তাদের আহ্বানে সাড়া দেবে না

পরিদর্শনকালে বিআরটিএর অনিয়ম, দুর্নীতি ও হয়রানি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদেরতিনি বলেন, ‘আগের তুলনায় বিআরটিএ অফিসগুলোতে হয়রানি অনেক কমেছেতারপরও ভেতরে অনেক সমস্যা আছেএসবও বরদাশত করা হবে নাস্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে

আধুনিক যুগোপযোগী সেবা দেওয়ার লক্ষ্যে বিআরটিএকে ঢেলে সাজানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে নাবিআরটিএতে এসে মানুষ যেন হয়রানি না হয়, সেটা নিশ্চিত করতে হবে

বিআরটিএর অসাধু কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের সংশোধন করুননা হয় কোনও ছাড় দেওয়া হবে নাটোল আদায়ের নামে মেঘনা-গোমতীতে কোনোভাবেই হয়রানি করা যাবে না


সেতুমন্ত্রী বলেন, গতকাল (বুধবার) পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসেছেএর মধ্য দিয়ে সরকারের এ মেগা প্রকল্পটির এক কিলোমিটার দৃশ্যমান হলোএ বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা হবেএভাবে প্রকল্পের পর প্রকল্প শেষ করার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে বলে তিনি মন্তব্য করেন


শেয়ার করুন

0 facebook: