24 January 2019

পিকনিক বাসে সন্ত্রাসী হামলা, চোখ হারানোর পথে শিক্ষার্থী


জেলা প্রতিনিধিঃ ভোলা সরকারি কলেজের শিক্ষা সফরের গাড়িতে হামলা চালানো হয়এ হামলায় চোখ হারাল ভোলা সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীতার নাম জান্নাতুল ফেরদৌস মিশুএর ফলে প্রতিবাদে ফুঁসে উঠেছে ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীরা

গতকাল বুধবার ক্লাস বর্জন করে রাস্তায় নেমে এসেছে শত শত শিক্ষার্থীতাদের অভিযোগ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে গতকাল মঙ্গলবার ভোলার দক্ষিণ আইচায় বাসযোগে শিক্ষা সফরে যাচ্ছিলেন তারাএ সময় সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জামাল মেম্বারের নির্দেশে তার ভাইসহ ওই এলাকার স্থানীয় বাসিন্দারা হামলা চালায় বাসটিতেবাঁশ-লাঠি দিয়ে ভাঙচুর করে তারা

ইটপাটকেল করে হতাহত করে শিক্ষক ও শিক্ষার্থীদেরশুধু তাই নয়, বাসটিকে আটকে রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করে তাদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করেপরে বাসটিকে উদ্ধার করে দক্ষিণ আইচা থানার পুলিশতবে হামলাকারীদের কাউকে আটক করেনি পুলিশ

অতর্কিত ওই হামলায় বাসের জানালার গ্লাস ভেঙে জান্নাতুল ফেরদৌস মিশুর বাম চোখ ঢুকে মারাত্মক জখম হয় তার বাম চোখপরে তাকে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়তবে তার অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়চিকিৎসকরা বলছেন, তিনি চোখে দেখবেন কিনা তা বৃহস্পতিবার জানা যাবেমিশুর চোখের প্রদীপ জ্বলবে কিনা তা এখনো নিশ্চিত নন তারাবড় ধরনের অপারেশন করা লাগবেপ্রচুর অর্থেরও প্রয়োজন রয়েছে তাতে

এ বিষয় দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম তালুকদার বলেন, এ পর্যন্ত কেউ অভিযোগ করেনিঅভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি

কেন অকারণে বাসটিতে হামলা করা হয়েছে জানতে চাইলে মাসুম তালুকদার বলেন, জামাল মেম্বারের ৪ বছরের ছেলেকে একটি প্রাইভেটকার চাপা দিয়ে মেরে ফেলে মঙ্গলবারএ সময় ওই রাস্তা দিয়ে ভোলা কলেজের শিক্ষা সফরের বাসটি যাওয়ার সময় স্থানীয় ওই হামলা চালায়


এদিকে, গতকাল বুধবার শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকী এবং পুলিশ সুপার মোক্তার হোসেন বরাবর স্মারকলিপি পেশ করেছেসুষ্ঠু বিচার না পেলে আন্দোলন কর্মসূচি দিবে বলেও হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা


শেয়ার করুন

0 facebook: