30 January 2019

ইয়েমেনিদের পাল্টা হামলায় ৩ সৌদি সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের দক্ষিণের জিযানে ইয়েমেনি বাহিনীর হামলায় তিন সৌদি সেনা নিহত হয়েছেইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ এ তথ্য জানিয়েছেগতকাল (মঙ্গলবার) জিযানের 'হাসাকুল' ঘাঁটিতে ইয়েমেনিদের পাল্টা হামলায় নিহতের এ ঘটনা ঘটে

এছাড়া সেনাবাহিনী ও আনসারুল্লাহ সৌদি আরবের 'আসির' অঞ্চলে আরও দু'টি সামরিক অভিযান চালিয়েছেএর ফলে সৌদি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে

এর আগে গত রোববার নাজরানে ইয়েমেনিদের অভিযানে সৌদি আরবের ২০ জন ভাড়াটে সেনা নিহত ও ৫০ জন আহত হয়েছে

ইয়েমেনে সৌদি হামলায় এ পর্যন্ত অন্তত ১৬ হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ আহত হয়েছেএছাড়া শরণার্থীতে পরিণত হয়েছে আরও লাখ লাখ ইয়েমেনিতবে এখন পর্যন্ত সৌদি আরব তার কোনো লক্ষ্যই অর্জন করতে পারে নিসৌদি আরব ইয়েমেনে নিজের অনুগত ব্যক্তিদেরকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে

সৌদি আগ্রাসনের জবাবে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে ইয়েমেনের জনগণ


শেয়ার করুন

0 facebook: