31 January 2019

ভারতে ‘ডাইনি’ অপবাদে মা ও চার সন্তানকে হত্যা!

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ফের ডাইনিঅপবাদ দিয়ে এক নারী ও তার চার সন্তানকে হত্যার ঘটনা ঘটেছেভারতের ওড়িশায় ঘটেছে এই লোমহর্ষক ঘটনাএ ঘটনায় পুলিশ আটক করেছে ছয়জনকে

বুধবার বিবিসির এক খবরে বলা হয়েছে, নিহত নারীর নাম মাংরি মুন্ডাগত শনিবার সন্তানসহ এই নারীর লাশ একটি কুয়ার মধ্যে পাওয়া যায়মাংরি মুন্ডার বাড়ির কাছেই কুয়াটির অবস্থান

ভারতের বেশ কিছু অঞ্চলে 'ডাইনি' অপবাদ দিয়ে নারীহত্যার ঘটনা মাঝে-মধ্যেই ঘটে থাকে

ওড়িশার স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কবিতা জালান বলেন, মাংরি মুন্ডা হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছেওই ব্যক্তি নিজেকে ডাইনি তাড়ানোর ওঝাবলে দাবি করেছে

স্থানীয় কিছু মানুষের অভিযোগ, মাংরি মুন্ডা নাকি জাদুটোনাকরে গ্রামের কয়েকটি পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছিলেনসুন্দরঘর জেলার একটি গ্রামে থাকতেন মাংরিডাইনি অপবাদ দিয়ে গত শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে একদল লোক আক্রমণ চালায়ওই সময় মাংরির দুই ছেলে ও দুই মেয়ে ঘুমিয়ে ছিলমা-সন্তানের ওপর লাঠিসোঁটা ও কুঠার নিয়ে ঝাঁপিয়ে পড়ে আক্রমণকারীরাপরে মা ও সন্তানদের কুয়ায় ফেলে দেওয়া হয়

পুলিশ কর্মকর্তা কবিতা জালান বলেন, এ ধরনের কুসংস্কারের বিরুদ্ধে গ্রামের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা প্রয়োজনজড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অনুসন্ধান চালানো হচ্ছে

তবে শুধু ওডিশা নয়, ভারতের আসাম ও ঝাড়খণ্ডেও ডাইনি অপবাদে নারীদের হত্যার ঘটনা ঘটে থাকে২০১৭ সালে শুধু ওডিশাতেই ডাইনি অপবাদে হত্যার অভিযোগে ৯৯টি মামলা নথিবদ্ধ হয়েছিলএর আগের বছর নথিবদ্ধ হয়েছিল ৮৩টি মামলা


শেয়ার করুন

0 facebook: