02 February 2019

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথমদিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজীদ ওয়াত তাজবীদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেয়া হচ্ছে।

এবার সারাদেশে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসিতে পরীক্ষার্থী ১৭ লাখ ১০২ জন, দাখিলে ৩ লাখ ১০ হাজার ১৭২ জন পরীক্ষার্থী এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে ১৭ লাখ ৪০ হাজার ৯৩৭ জন নিয়মিত। অনিয়মিত পরীক্ষার্থী ৩ লাখ ৯১ হাজার ৫৪ জন আর মানউন্নয়ন পরীক্ষার্থী ৩ হাজার ৩৪২ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন। এর মধ্যে ছাত্রী ৫৬ হাজার ২০৫ জন। বাকি ৪৭ হাজার ২২৯ জন ছাত্র। এবার বিজ্ঞানে পরীক্ষার্থী বেড়েছে।

এ বছর ৫ লাখ ৪১ হাজার ৩৫৩ জন বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে। গত বছর বিজ্ঞানে পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৩ হাজার ৬২৭ জন। মোট ৩ হাজার ৪৯৭টি কেন্দ্রে হচ্ছে এ পরীক্ষা। ২৮ হাজার ৬৮২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।

এবার এসএসসি-দাখিলে ছাত্রী বেশি, ভোকেশনালে কম। এসএসসিতে মধ্যে ছাত্রী ৮ লাখ ৭৭ হাজার ৪৪১ জন, ছাত্র ৮ লাখ ২২ হাজার ৬৬১ জন। দাখিলে এবার ছাত্রী ১ লাখ ৫৮ হাজার ৬৮২ জন, ছাত্র ১ লাখ ৫১ হাজার ৪৯০ জন। আর এসএসসি ভোকেশনালে ছাত্রী ২৮ হাজার ৭৬৯ জন, ছাত্র ৯৬ হাজার ২৯০ জন ছাত্র।


শেয়ার করুন

0 facebook: