06 February 2019

শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তানে তালেবানের হামলা

ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান সঙ্কট নিয়ে রাশিয়ায় চলমান শান্তি আলোচনার মধ্যেই দেশটিতে হামলা চালিয়েছে সশস্ত্রগোষ্ঠী তালেবান। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) তালেবানের চালানো আলাদা হামলায় সেনা সদস্যসহ অন্তত ৪৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান প্রশাসন।

এদিন কুন্দুজের একটি সেনাঘাঁটিতে তালেবানের হামলায় ২৬ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। এতে ২৩ সেনা ও তিন পুলিশ সদস্য রয়েছেন।

একইদিন বাঘলান প্রদেশে অপর হামলায় ১১ জন নিহত হয়।

এদিকে, মঙ্গলবারই তালেবানসহ আফগান সরকারবিরোধীদের নিয়ে মস্কোয় আলোচনা শুরু হয়েছে। এতে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও অংশ নিয়েছেন।

এর আগে, আফগান সঙ্কট সমাধানে কাতারে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তালেবান।


শেয়ার করুন

0 facebook: