14 February 2019

ইয়েমেনে সৌদি জোটের অবরোধ-আগ্রাসনে ৮৫ হাজার শিশুর প্রাণহানি

ছবিঃ ফাষ্টটুডে
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের ওপর সৌদি জোটের অবরোধ, ক্ষুধা ও  ওষুধ-সংকটের কারণে দেশটির ৮৫ হাজার শিশু প্রাণ হারিয়েছে। ক্রিস মর্ফি নামের একজন মার্কিন সিনেটর এক রিপোর্টে এই তথ্য দিয়েছেন।

ইয়েমেনের ওপর চার বছর ধরে সর্বাত্মক হামলা ও নির্বিচার বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে সৌদি ও আমিরাত সরকারের সেনারা। ফলে অবরুদ্ধ এই দেশটিতে দেখা দেয় দুর্ভিক্ষ, ওষুধের সংকট ও মহামারী। মার্কিন ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস মর্ফি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইয়েমেনের ওপর অন্যায় আগ্রাসন ও অবরোধের কারণে ৮৫ হাজার শিশু প্রাণ হারানো সত্ত্বেও এই ভয়াবহ আগ্রাসন বন্ধে মার্কিন সংসদের কোনো ভূমিকা রাখা উচিত নয় বলে মনে করছেন!

হোয়াইট হাউজ মার্কিন সংসদ বা আইনসভা কংগ্রেসকে হুমকি দিয়ে বলেছে, সৌদি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের বিবৃতিতে ভেটো দেবে হোয়াইট হাউজ তথা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কারণ সৌদি সরকারকে মার্কিন সরকারের প্রয়োজন রয়েছে।

দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন বন্ধের জন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সম্প্রতি একটি প্রস্তাব পাস করা হয়েছে।

প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্টকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে যে, যদি আমেরিকার কোনো সেনা ইয়েমেন যুদ্ধে কোনো রকমের ভূমিকা রাখে তাহলে তাদেরকে এই প্রস্তাব পাসের ৩০ দিনের মধ্যে ফেরত আনতে হবে। তবে ইয়েমেনে আল-কায়েদা বিরোধী যুদ্ধে জড়িত সেনারা এর আওতায় পড়বে না।

প্রস্তাবে আশা করা হয়েছে, মার্কিন সিনেটও প্রস্তাবটি পাস করবে তবে কবে সিনেটে ভোটাভুটি হবে তা পরিষ্কার নয়।

ইয়েমেনের বেসামরিক জনগণের ওপর সৌদি জোটের নির্বিচার বোমা বর্ষণে শত শত শিশু ও নারীসহ কয়েক হাজার ইয়েমেনি নিহত হয়েছে। সূত্রঃ ফাষ্টটুডে


শেয়ার করুন

0 facebook: