স্বদেশবার্তা ডেস্কঃ চট্টগ্রামে ৯৫০ পিচ ইয়াবাসহ সুমী আক্তার নামে এক তরুণীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।
গতকাল রোববার রাতে রেলওয়ে স্টেশনের ৩নং প্ল্যাটফর্মেও কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
রেলওয়ে থানার ওসি মুহম্মদ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, সুমী আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার ইসমাইল ভূঁইয়া বাড়ির মুহম্মদ রফিক মিয়ার মেয়ে। তাকে গ্রেফতার করে নারী পুলিশ নিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তার স্বীকারোক্তিমতো এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ ৭৫ হাজার টাকা।
সুমী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান রেলওয়ে থানার ওসি।
খবর বিভাগঃ
চট্টগ্রাম বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: