আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তর জসজান প্রদেশে বিমান হামলা চালিয়ে ১৩ জন আইএস সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় সংবাদপত্র খামা প্রেস সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে। বলা হয়েছে, আফগান সেনার ২০৯ নম্বর শাহিন কর্পস এই হামলা চালায়। তাজাকিস্তানের দিক থেকে আসা দুই সস্ত্রাসীও নিহতদের তালিকায় রয়েছে বলে জানানো হয়েছে।
দারজাব জেলার গোপন আস্তানাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় সেনা। মূলত আইএস সন্ত্রাসীদের গোপন ঘাঁটি হিসেবেই পরিচিত এই দারজাব প্রদেশ।
এখনও পর্যন্ত বিমান হামলায় নিয়ে আইএসের কোনো বিবৃতি মেলেনি। এর আগের সপ্তাহে বিমান হানায় মারা যায় কমপক্ষে ৭ জন সন্ত্রাসী। নানগারহার ও কাপিসা প্রদেশে ড্রোন হামলা চালায় সেনা।
অন্যদিকে, ফেব্রুয়ারির শুরুর দিকে বিমান হামলায় মৃত্যু হয় ২৬ জন তালিবান সন্ত্রাসী। আফগানিস্তানের দক্ষিণপূর্বে গজনি প্রদেশে এই হামলা চালানো হয়। প্রাদেশিক সরকারের মুখপাত্র মহম্মদ আরিফ নুরি জানান, বিমান হামলা চালানো হয়েছে। ২৬ জন সন্ত্রাসীকে হত্যার ঘটনার সত্যতাও স্বীকার করা হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: