মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ হলের প্রাধ্যক্ষের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মু. সামাদ বলেন, মঙ্গলবার থেকে হলগুলোতে প্রাধ্যক্ষরা মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছেন। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ চলবে। আশা করছি উৎসব মুখর পরিবেশ শিক্ষার্থীরা মনোনয়ন ফরম কিনবে।
এদিকে সকালে কয়েকটি হল ঘুরে দেখা যায়, এখনো পর্যন্ত দলীয়ভাবে কোনো প্রার্থী মনোনয়ন কিনেননি। তবে কয়েকটি হলে কয়েকজন শিক্ষার্থী পৃথকভাবে মনোনয়ন সংগ্রহ করেছেন।
হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূইয়া বলেন, মনোনয়ন সংগ্রহ শুরু করেছে শিক্ষার্থীরা।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিয়াউর রহমান বলেন, এখনো পর্যন্ত কেউ মনোনয়ন সংগ্রহ করেনি। আমরা বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন বিতরণ করবো।
উল্লেখ্য, ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।
0 facebook: