21 February 2019

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


স্বদেশবার্তা ডেস্কঃ একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টার কিছু আগে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শহীদ মিনারে শ্রদ্ধা জানান, রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানান, সংসদের স্পিকারসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।


শেয়ার করুন

0 facebook: