22 February 2019

ঠাকুরগাঁওয়ে জন্ম নিল ৮ পা ৩ কানবিশিষ্ট ছাগল


জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ কাকডোব গ্রামে একটি ছাগল আট পা ও তিন কানবিশিষ্ট বাচ্চার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মোজাহারুলের একটি ছাগল এ অস্বাভাবিক বাচ্চার জন্ম দেয়। ছাগল মালিক জানান, প্রথমে ছাগলটি একটি স্বাভাবিক বাচ্চার জম্ম দেয়। পরের বাচ্চাটি অস্বাভাবিক। এটির আটটি পা ও তিনটি কান। তবে ছাগল ছানাটি জন্মের কিছুক্ষণ পরই মারা যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুর রহিম বলেন, জেনেটিক কারণে ছাগলটি এ ধরনের বাচ্চা জন্ম দিয়েছে।


শেয়ার করুন

0 facebook: