23 February 2019

সব আসবাব পুড়ে কয়লা হলেও অক্ষত আছে পবিত্র কোরআন শরীফ ও পবিত্র হাদিস শরীফ!!


স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হাজী ওয়াহেদ ম্যানশন ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেও এর দোতলার একটি ফ্ল্যাটের এই কক্ষে থাকা পবিত্র কোরআন শরীফ ও পবিত্র হাদিস শরীফের কোন ক্ষতি হয়নি।
  
পুড়ে ছাই হয়ে যাওয়া ওয়াহেদ ম্যানশনের ভেতরে রয়েছে বিস্ময়! আগুনে ভবনের ভেতরে থাকা সব আসবাব পুড়ে কয়লা হলেও অক্ষত আছে ভবনের দোতলার একটি ফ্ল্যাটের একটি কক্ষে থাকা পবিত্র কোরআন শরীফ ও পবিত্র হাদিস শরীফ।

ওয়াহেদ ম্যানশনের নিচতলা থেকে শুরু করে প্রতিটি ফ্লোরই আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের সব ফ্লোরে আগুনের ভয়াবহতার চিহ্ন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা ভবনটি! সিড়ি বেয়ে উপরে উঠতে গেলে দেখা যায়, আগুনে পোড়া জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। রান্নাঘরে চুলার উপরে থাকা হাঁড়ি, কড়াই সব পুড়ে কয়লা হয়ে আছে, খাবার ঘরে টেবিলে রাখা জগ, গ্লাস, প্লেট সবই পুড়ে গেছে। 

তবে ভবনটির দ্বিতীয় তলার একটি কক্ষে রাখা অনেকগুলো পবিত্র কোরআন শরীফ ও হাদিসের পুরোপুরি অক্ষত! বিস্ময়ের ব্যাপার হলো যে ভবনের ভেতর-বাইরে সব পুড়ে কয়লা, এমনকি আশপাশের ভবনও সেখানে খোদ ভবনের ভেতরেই অক্ষত আছে পবিত্র কোরআন শরীফ ও হাদিস শরীফ! সেখানে থাকলেও আগুন স্পর্শ করেনি।


শেয়ার করুন

0 facebook: