24 February 2019

বিমানটি ঘিরে রেখেছে সেনাবাহিনী-র‌্যাব


স্বদেশবার্তা ডেস্কঃ বাংলাদেশ বিমানের দুবাইগামী (বিজি-১৪৭) উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটি ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। নিরাপত্তাকর্মীরা এটি ঘিরে রেখেছেন। জরুরি অবতরণের পরপরই রানওয়েতে বিমানটি ঘিরে রেখেছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ।

রোববার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা থেকে উড্ডয়নের পরে বিভিন্ন কারণে পাইলটের মনে হয় উড়োজাহাজটি ছিনতাইয়ের আশঙ্কা আছে। এ কারণে শাহ্ আমানতে এটি জরুরি অবতরণ করে।

বিমানটি রোববার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল এভিয়েশনের সচিব মহিবুল হক জানিয়েছেন, ভেতরে একজন সন্দেহভাজন ও দুইজন ক্রু রয়েছেন। যাত্রীদের নামিয়ে আনা হয়েছে।

জরুরি অবতরণের পর থেকে উড়োহাজটি ঘিরে রেখেছে র‌্যাব ও পুলিশ সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে চট্টগাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ফায়ার সর্ভিসের চার ইউনিটের দশটি গাড়ি বিমানবন্দরে উপস্থিত রয়েছে।

তিনি জানান, উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না। শাহ আমানত বিমান বন্দরের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম বলেন, বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে, এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মিরাজ জানিয়েছেন, যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যতটুকু জানা গেছে, একজন সন্দেহভাজন পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিল। তবে সব যাত্রী নেমে গেছে। পাইলটও নেমে গেছে।

তিনি বলেন, এটা নিশ্চিত যে একজন সন্দেহভাজন বিমানটির ভেতরে এখনও অবস্থান করছে। প্রকৃত ঘটনা কী, তা জানার চেষ্টা করা হচ্ছে।


শেয়ার করুন

0 facebook: