জানা গেছে, কেবল অডিও বার্তাই নয়, আল কায়েদার অন্যতম শীর্ষ নেতা আনওয়ার আল আওলাকির বিভিন্ন ভাষণ সঙ্কলিত করে বাংলায় 'দ্য বুক অব জেহাদ' নামে একটি বই প্রকাশ করা হয়েছে। আওলাকির ভাষণের বাংলা অনুবাদ করে সিডিও তৈরি করেছে আল কায়েদা।
সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে গোয়েন্দারা একটি রিপোর্ট পাঠিয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতে আল কায়েদার সংগঠন বিস্তারে মূল লক্ষ্য দুটি এলাকা। প্রথমত কাশ্মীর এবং দ্বিতীয়ত পশ্চিমবঙ্গসহ বাংলাভাষী অধ্যুষিত এলাকা।
একটি সূত্র বলছে, ভারতে আল কায়েদার সংগঠন বিস্তারের পরিকল্পনার বিষয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ভারতকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সতর্ক করেছে।
এদিকে, আল কায়েদার নতুন আচরণবিধিতে, কীভাবে ফোন এবং ইন্টারনেটের নজরদারি এড়ানো সম্ভব বা কীভাবে নিজের মোবাইল ফোনে কোনও নির্দিষ্ট ফাইল গোপনে রাখা সম্ভব হবে তা বলা হয়েছে।
গোয়েন্দা সূত্র বলছে, ইসলামিক স্টেটকে টেক্কা দিতে নেটদুনিয়ায় বিপুল প্রচার অভিযান শুরু করেছে আল কায়েদা। সংগঠনটি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জেহাদের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, চিহ্নিত করে সেই সাইটগুলো বন্ধ করা হলে ফের অন্য নামে জেহাদি ওয়েবসাইট খুলছে আল কায়েদা। এর মধ্যে এক ডজনের বেশি ওয়েবসাইট রয়েছে বাংলায়। ওয়েবসাইটগুলোতে আল কায়েদার মতাদর্শ থেকে শুরু করে সংগঠনের শীর্ষ জেহাদি নেতাদের আরবি বক্তব্যকে বাংলায় অনুবাদ করে প্রচার করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে শেকড় আরও দৃঢ় করতে উঠে পরে লেগেছে আল কায়েদা।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: