02 November 2019

জেডিসি পরিক্ষার্থীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ



জেলা প্রতিনিধি।। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কলুরগাঁও গ্রামের এক দিনমজুর কন্যা জেডিসি পরীক্ষার্থীকে (১৩) অপহরণ করে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষণের পর অচেতন অবস্থায় শুক্রবার (১ নভেম্বর) ভোরে উপজেলার দাইরগাঁও মাদ্রাসার সামনে ফেলে রেখে যায় অপহরণকারীরা। এর আগে গত ৬ অক্টোবর ওই ছাত্রীকে তার বাড়ি থেকে অপহরণ করা হয়।

জানা গেছে, ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ওই ছাত্রীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে দুই সন্তানের জনক বিপ্লব মেকার (৪৪), দুই সন্তানের জনক ওয়াশির খাঁ (২৬) ও দুই সন্তানের জনক শারফুল শেখ (২৫)।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দাইরগাঁও দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্যক্ত ও কুপ্রস্তাব দিতো দাইরগাঁও গ্রামের বিপ্লব মেকার। বিষয়টি তার বাবা-মাকে জানালে ছাত্রীর বাবা বিপ্লব মেকারকে উত্যক্ত করতে নিষেধ করে। এতে বিপ্লব ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেয়। এরপর গত ০৬ অক্টোবর রবিবার সন্ধ্যায় একটি সিনজি করে বিপ্লব, ওয়াশির ও শারফুল ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে। ঘটনার পরপরই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও পাগলা থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়। পরে থানায় একটি জিডি করা হয়। ঢাকা, ময়মনসিংহের বিভিন্ন স্থানে আটকে রেখে পালাক্রমে একাধিকবার ধর্ষণ করা হয়। এরপর শুক্রবার ভোরে ওই মাদ্রাসার সামনে প্রায় অচেতন অবস্থায় ফেলে রেখে যায় তিনি যুবক। ফজরের নামাজের সময় মুসল্লিরা ছাত্রীকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

ভুক্তভোগির দিনমজুর পিতা বলেন, আমি অসহায়, টাকা পয়সা নাই, কিন্ত আমার মেয়ের ধর্ষণের বিচার চাই। এদের নামে আগেও নারী নির্যাতনের মামলা আছে। এরা প্রভাবশালী এদের কেউ কিছু করতে পারে না।

এ ব্যাপারে পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান পূর্বপশ্চিমকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

0 facebook: