স্টাফ রিপোর্টার।। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেওয়া জরুরি দরকার। আমি কিছুদিন আগে উত্তর-পূর্ব ভারতে ঘুরে এসেছি। চট্টগ্রাম বন্দর ব্যবহার করার জন্য তারা খুব করে চাইছে। তারা বলছে কলকাতা বন্দর ব্যবহার করতে হলে তাদেরকে এক হাজার ২শ’ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। আর চট্টগ্রাম বন্দর তাদের জন্য ৬শ’ কিলোমিটার। তাই এটা করা (বন্দর ভারতকে ব্যবহারের জন্য দেওয়া) জরুরি দরকার। তাহলে আমাদের দেশের রাজস্ব আয় বাড়বে। চট্টগ্রাম বন্দরের উন্নতি হবে।
গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ডে চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ১৩তম আন্তর্জাতিক এসএমই এক্সপো-২০১৯ পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে পুরুষদের চেয়ে নারীদের ঋণ পরিশোধের আগ্রহ বেশি। তাদের সততা, ঋণ পরিশোধের প্রবণতা সবকিছুই ভালো। বাংলাদেশে নারীরা সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করছেন এরজন্য নারীদের আরও এগিয়ে আসতে হবে।
চিটাগং উইমেন চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো, চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, এশিয়ান আরব চেম্বার অব কমার্সের সভাপতি প্রিন্সেস ফে জাহান, ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশনের সভাপতি আসিফ ইকবাল, মালয়েশিয়া ওয়ার্লড অব চেম্বার অব কমার্সের ভিশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান ড. দাতিন মালিগা সুব্রামানিয়াম, উইমেন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি কামরুন মালেক, বাংলাদেশ ফ্যাশন ডিজাইনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুনতাসা আহমেদ প্রমুখ।
খবর বিভাগঃ
জাতীয়
ব্যবসা ও বাণিজ্য
0 facebook: