11 November 2019

বাবরি মসজিদ রায়ে দেশবাসীর ইচ্ছের প্রতিফলন ঘটেছেঃ মোদি

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের বহুল আলোচিত অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের রায় দিয়েছে আদালত। এছাড়া মসজিদ নির্মাণের জন্য আলাদা জায়গা বরাদ্দ দেয়ার আদেশ দেয়া হয়েছে রায়ে। এই রায়ের সমালোচনা করে মতামত তুলে ধরেছেন অনেকে। আবার এই রায়কে স্বাগত জানিয়েছেন কট্টর হিন্দুত্ববাদীরা। আর সুপ্রিম কোর্টের এই রায়কে নতুন ভারতের সূচনা হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রায় নিয়ে শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে মোদি বলেন, ‘সবার বিকাশ, সবার বিশ্বাস।সংবিধানের উপর বিশ্বাস রাখা জরুরি। সময় লাগলেও ধৈর্য বজায় রাখা জরুরি। নতুন ভারতে ভয়ের কোনো জায়গা নেই। ৯ নভেম্বর করতারপুর করিডরের উদ্বোধন। ৯ নভেম্বরই অযোধ্যা রায়ও হল। ৯ নভেম্বর বার্লিন প্রাচীর ভাঙা হয়। কয়েক দশকের ইতিহাস জড়িয়েছিল। সুপ্রিম কোর্ট সবপক্ষের কথা শুনেছে। আজকের দিন সোনালি দি। রায়ের দিকে সবাই তাকিয়েছিলেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এখানেই স্বার্থকতা। দেশবাসী ভাল মনেই রায় মেনেছেন। ভারতের গণতন্ত্র মজবুত।’

এসময় তিনি বলেন, ‘আজ এমন এক মামলার রায় হল যার দীর্ঘদিনের ইতিহাস রয়েছে। দেশবাসীর ইচ্ছে ছিল অযোধ্যা মামলার রায় হোক। অবশেষে সেই রায় এসেছে। এতদিন বিশ্ব জানত ভারত সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। কিন্তু, আজ বিশ্ব জানতে পারছে গণতন্ত্রের ভিত্তি কতটা শক্তিশালী। এবার নয়া ভারতের সূচনা হবে। নতুন ভারত বিশ্ব জয় করবে। সব কা সাথ-সব কা বিকাশের মাধ্যমেই হবে নতুন ভারতের সূচনা।’


শেয়ার করুন

0 facebook: