26 December 2017

কুখ্যাত নাস্তিক আসাদ নূর বিমানবন্দরে গ্রেফতার, ফাসিঁর দাবিতে ফেসবুকে তোলপাড়


ক্রাইম ডেস্কঃ নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে গতকাল সোমবার বিকেলে কুখ্যাত ইসলাম বিদ্বেষী নাস্তিক আসাদ নূর ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে গ্রেফতার হয়েছে। প্রশাসন যদিও প্রকাশ্যে এখনো কোন ঘোষনা দেয়নি। তবে এন্টি মুসলিম ও এন্টি আওয়ামীলিগ, নাস্তিক মুফাসসিল ইসলাম সহ অন্যান্য নাস্তিককুল আসাদ নূরের গ্রেফতারের পর থেকে অভিরত চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে কিভাবে ছাড়িয়ে নেওয়া যায়।

আসাদ নূরের গ্রেপ্তারের পর তার নাস্তিকতার গুরু মোফাচ্ছিল লাইভে এসে অনেক কান্নাকাটি করেছে, সে বলেছে সে নাকি বাংলাদেশ সরকার কে দেখিয়ে ছাড়বে! সরকারের নাকি এই ক্ষমতা নাই যে আসাদ নূর কে বাংলার মাটিতে আটকে রাখবে।
এই সেই কুখ্যাত নাস্তিক ইসলাম বিদ্বেষী আসাদ নূর যে পবিত্র কোরআন শরীফে আগুন দিয়ে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছিল। প্রতিনিয়ত সে এমন বাজে বাজে লেখা দিয়ে যাচ্ছিল যে এগুলো দেখে কোন মুসলমানের পক্ষে সহ্য করা সম্ভব নয়। শুধু তাই নয় সে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও কটুক্তি করেছে, এমনকি সমগ্র মুসলিম মিল্লাতের নয়নের মনী নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে প্রতিনিয়ত কটুক্তি করে যাচ্ছিল।

আসাদ নূরকে গ্রফতার করায় সোশ্যাল মিডিয়ায় প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানেরা, তাদের সকলের দাবি এবার তাকে বিচারের মুখোমুখি করা হোক। তাকে ফাঁসি দিয়ে বাকি সকল নাস্তিক কে হুশিয়ার করে দেওয়া হোক যেনো আগামীতে আর কেউ পবিত্র দ্বীন ইসলামের অবমাননা করার সাহস না পায়।


শেয়ার করুন

0 facebook: