মুহম্মদ
আবু নাঈম, পঞ্চগড়
প্রতিনিধিঃ সীমানা জটিলতার কারণে প্রতিষ্ঠার ১৭ বছর পর প্রথম পৌর নির্বাচন হলে মেয়র
পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৪ জন প্রার্থী। তারা হলেন ১. নৌকা প্রতিকের ওয়াহিদুজ্জামান
সুজা ২. ধানের শীষ প্রতিকের মোঃ হকিকুল ইসলাম ৩. নারিকেল গাছ প্রতিকের (স্বতন্ত্র)
এ কে এম আখতার হোসেন ৪. হাত পাখা প্রতিকের মোঃ রফিকুল ইসলাম। উক্ত নির্বাচনর জনগনের
ভোটে নির্বাচিত হয়ে পৌর মেয়র হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোঃ ওয়াহেদুজ্জামান
সুজা। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ প্রতিকের
এ কে এম আখতার হোসেন।
পৌরসভার
মোট ৯ টি ওয়ার্ডে ৯ টি কেন্দ্রে প্রার্থীরা পর্যায়ক্রমে মোট ভোট পান, ইসলামী
শাষনতন্ত্র আন্দোলন মনোনীত হাত পাখা প্রতিকের প্রার্থী মোঃ রকিকুল ইসলাম ভাসাই নগর-৭৪, বোদা
পাইলট মডেল স্কুল-৬৯, নগরকুমারী-৪৬, বানিয়া
পাড়া-৪৩, জমাদারপাড়া-৬৬, মীর পাড়া-৩৪, বোদা
পাইলট গার্লস-৬০, সাতখামার
উচ্চ বিদ্যালয়-৪৩, সাতখামার
ফাযিল মাদ্রাসা-৭৫ মোট-৫১০ ভোট পান।
আওয়ামীলীগ
মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ওয়াহিদুজ্জামান সুজা ভাসাই নগর-৪৩২, বোদা
পাইলট মডেল স্কুল-৭২৩, নগরকুমারী-৬২০, বানিয়া
পাড়া-৬৮৫, জমাদারপাড়া-৬২০, মীর পাড়া-২৪৫, বোদা
পাইলট গার্লস-৬০১, সাতখামার
উচ্চ বিদ্যালয়-৪৫৬, সাতখামার
ফাযিল মাদ্রাসা-৭৫৮৯ মোট-৫১৭১ ভোট পান।
বি এন
পির বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ প্রতিকের এ কে এম আখতার হোসেন ভাসাই নগর-৭৭০, বোদা
পাইলট মডেল স্কুল-৩৯৩, নগরকুমারী-৩১৮, বানিয়া
পাড়া-৪৭৭, জমাদারপাড়া-৬৪৩, মীর পাড়া-৪৩০, বোদা
পাইলট গার্লস-৩৫৬, সাতখামার
উচ্চ বিদ্যালয়-৪৮৩, সাতখামার
ফাযিল মাদ্রাসা-৩২৬, মোট-৪২০৬
ভোট পান।
বি এন
পি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতিকের মোঃ হকিকুল ইসলাম ভাসাই নগর-৭৬, বোদা
পাইলট মডেল স্কুল-১০২, নগরকুমারী-৯৩, বানিয়া
পাড়া-১০৯, জমাদারপাড়া-২১৯, মীর পাড়া-১৬৪, বোদা
পাইলট গার্লস-৩০৪, সাতখামার
উচ্চ বিদ্যালয়-১৬৫, সাতখামার
ফাযিল মাদ্রাসা-৮২ মোট-১৩১৪,
ভোট পান।
0 facebook: