স্বদেশবার্তা ডেস্কঃ জেরুজালেম
ইস্যুতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের
প্রধানমন্ত্রী বিনালী ইলদিরম। স্থানীয় সময় বুধবার রিয়াদে আল ইয়াম্মাহ প্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত
হয়। বৈঠকে রিয়াদের গভর্নর, সরকারের গুরুত্বপূর্ণ
মন্ত্রী ও সৌদি গোয়েন্দা প্রধান উপস্থিত ছিলেন।
রিয়াদে
নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত এরদোয়ান ককের উদ্ধৃতি দিয়ে আরব নিউজ জানায়, বৈঠক খুবই সফল হয়েছে। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা
ও সম্পর্ক আরও বৃদ্ধি করার জন্য নিজেদের মধ্যে মতবিনিময় করেছেন।
নাম
প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক জানায়, তারা প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। আলোচনায় তারা দুজনই
একমত পোষন করেন যে, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।
গত
সপ্তাহে জেরুজালেম ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক সম্প্রদায়ের কড়া
বার্তার বিষয়ও দুজনের আলোচনার স্থান পায়। এছাড়া সৌদি ও তুরস্কের ঐতিহাসিক দ্বিপাক্ষিক গভীর সম্পর্ক এবং
ধর্মীয় বন্ধন নিয়ে উভয় নেতার মধ্যে আলোচনা হয়েছে।
র্কি
প্রধানমন্ত্রী সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। এ সময় সৌদির গুরুত্বপূর্ণ
মন্ত্রীবর্গ ও গোয়েন্দা প্রধানসহ দুই দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
গত
৬ ডিসেম্বর বিশ্ব জনমতকে উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে
ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। একই সাথে ঘোষণা দেন শিগগিরই যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব
থেকে জেরুজালেমে স্থানান্তরিত করা হবে। এ ঘোষণার পর মুসলিম বিশ্ব ফুঁসে ওঠে। ওআইসি ও জাতিসংঘ ট্রাম্পের
এ ঘোষণার বিপক্ষে অবস্থান নিয়েছে।
সূত্র:
আরব নিউজ, ইয়ানি শাফাক,
আল আরাবিয়া
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: