30 December 2017

মাত্র ১১ মিনিটে ২০ হাজার কিলোমিটার পাড়ি দিবে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্লেন


স্বদেশবার্তা ডেস্কঃ মাত্র ১১ মিনিটে যাওয়া যাবে লন্ডন থেকে নিউ ইয়র্ককথাটি শুনে অবাক হলেও এমন হিসেবই দিচ্ছে চার্লস বোম্বারডিয়ার কনসেপ্ট প্লেন অ্যান্টিপোড

সেই জেট প্লেন এক ঘণ্টারও কম সময়ে পার করতে পারবে ২০,০০০ কিলোমিটারসেই হিসাবেই নিউ ইয়র্ক থেকে লন্ডন যাওয়া যাবে ১১ মিনিটেনিউ ইয়র্ক থেকে সিডনি যেতে মাত্র ৩২ মিনিট

রকেট বুস্টার ব্যবহার করা হবে এই জেট প্লেনেইলেকট্রোম্যাগনেটিকসে তৈরি হবে এই সিস্টেমব্যবহার করা হবে পেনিট্রেশন মোড নামে একটি প্রযুক্তিসংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে অ্যান্টিপোড হল একটি সুপারসনিক বিজনেস এয়ারক্রাফট কনসেপ্টএকসঙ্গে ১০ জনকে নিয়ে এতে পারবে এই বিমান

বিশ্বের ব্যস্ততম শিল্পপতিদের নিমেষের মধ্যে পৌঁছে দেবে এক প্রান্ত থেকে আর এক প্রান্তেনা, এখনও এই জেট প্লেনে চড়ার স্বপ্ন দেখার মত সময় আসেনিবাজারে এই জেট প্লেন তৈরি হওয়ার কোনও কথা শোনা যায়নি

যদি সেটা সম্ভব হয়, তাহলে একটা বিমান তৈরি করতে খরচ পড়বে ১৫০ মিলিয়ন ডলারআর গবেষণা খাতে আরও বেশিসুতরাং স্বপ্ন দেখার আগে বাজেটটাও হিসেব করে নিন


শেয়ার করুন

0 facebook: