স্বদেশবার্তা ডেস্কঃ ফেসবুকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হেফাজতে ইসলামের আমির আহমদ শফীকে কটূক্তির অভিযোগে আবু
সালেক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সরাইল
উপজেলার বাড্ডাপাড়া থেকে আবু সালেককে গ্রেফতার করা হয়।
সরাইল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান, আবু সালেক
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন অন্যের
ফেসবুক থেকে ছবিগুলো সংগ্রহ করে নিজ আইডিতে পোস্ট দিয়েছেন।
ওসি সাংবাদিকদের
জানান, এ
ঘটনায় তার বিরুদ্ধে সরাইলের চুন্টা এলাকার মাওলানা আতিক উল্লাহ্ বাদী হয়ে সরাইল থানায়
একটি অভিযোগ করেছেন। তবে বিষয়টি তথ্য প্রযুক্তি আইনে অপরাধ হওয়ায় মামলা নেওয়ার ক্ষেত্রে
পুলিশ সদর দফতরের অনুমোদনের প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে পুলিশ সদর দফতরে আবেদন করা হয়েছে।
তাই তাকে আপাতত দণ্ডবিধির ৫৪ ধারা দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। কটূক্তির ঘটনায় পুরো
সরাইলে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সরাইল উপজেলার বিভিন্ন স্থানে
পুলিশ মোতায়েন করা হয়েছে।
হেফাজতে
ইসলাম সরাইল উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম জানান, সরাইল
চুন্টা এলাকার মুরগি বিক্রেতা আবু সালেক গত এপ্রিল মাস থেকে হেফাজতের আমির আহমদ শফী
এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে আসছিল। আমরা বিষয়টি পুলিশকে জানানোর
পর পুলিশ ব্যবস্থা নিয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
খবর বিভাগঃ
জাতীয়
ধর্ম ও জীবন
0 facebook: