08 February 2018

খালেদা জিয়াকে তার সামাজিক মর্যাদা বিবেচনা করেই করাগারে রাখা হচ্ছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ঐতিহাসিক রায়ে এই কারাদণ্ড প্রদান করা হয় আজ দুপুরে। 

রায়ের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তার বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনায় জেলকোড অনুসারে তাকে কারাগারে রাখা হবে তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কিংবা জনজীবন বাধাগ্রস্ত করতে চাইলে, আইনশৃঙ্খলা বাহিনী যা করা দরকার, তাই করবে

তার মতে, দেশের পরিস্থিতি স্বাভাবিক ছিলকেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসেনি এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, জনগণের নিরাপত্তা ও জান-মাল রক্ষার্থে পুলিশ প্রস্তুত রয়েছেরায় ঘিরে পুরো নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছেকোনো উদ্বেগ-উৎকণ্ঠার কারণ নেই কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে যা করণীয় পুলিশ তাই করবে বলে জানান ডিএমপি কমিশনার


শেয়ার করুন

0 facebook: