24 December 2017

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ রাব্বানীর চাপাইনবাবগঞ্জে গণসংযোগ!

স্টাফ রিপোর্টারঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ৩ (জেলা সদর) নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশীরা দৌড়-ঝাঁপ করছেন। দলের তৃণমূল নেতাদের সমর্থন পেতে তারা এরই মধ্যে নানা তৎপরতা চালাচ্ছেন এবং এলাকায় জনপ্রিয় ও জনসম্পৃক্ত হতে কাজ শুরু করে দিয়েছেন।

অনেকেই কেন্দ্রের সবুজ সংকেতের জন্য জ্যেষ্ঠ নেতাদের দ্বারস্থ হচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় পোস্টার ও ফেস্টুনের মাধ্যমে বিভিন্ন জাতীয় দিবসে শুভেচ্ছা জানিয়ে ভোটারদের নজর কাড়ার চেষ্টা করছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রার্থীদের কর্মকান্ড প্রচার চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় এ আসনে আলীগের মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও আওয়ামী লীগের অনুসারী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারন সম্পাদক ডাঃ গোলাম রাব্বানী আজ গণসংযোগ করেছেন।

তিনি ভোটারদের কাছে গিয়ে বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেছেন।

ডাঃ রাব্বানী আজ তার নির্বাচনী আসন চাঁপাইনবাবগঞ্জ সদরের পৌর এলাকার জহুরুতলা, দারিয়াপুর, শীবপুর ও হরীপুরে গণসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি আক্তার হোসেন কাজল, সাধারন সম্পাদক আবু তাহের প্রমূখ।


শেয়ার করুন

0 facebook: