স্বদেশবার্তা ডেস্কঃ ইয়ামাহ নামে একটি মোটরসাইকেল কোম্পানি ঢাকা
বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের অনুমতি ছাড়া প্রেমিক যুগলের জন্য সেলফি তোলার ‘কাপল
বুথ’ বসিয়ে
তীব্র সমালোচনার মুখে পড়েছে। পরে
বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে নিজেদের ‘কাপল বুথ’ গুটিয়ে নিতে বাধ্য হয় কোম্পানিটি। কথিত বিশ্ব
ভালোবাসা দিবস উপলক্ষে এমন আয়োজন করে কোম্পানিটি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের
প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, তারা
কোন ধরনের অনুমতি নেয়নি এ ধরনের কার্যক্রমের। পরে আমরা খবর পেয়ে কার্যক্রম বন্ধ
করতে তাদের নির্দেশ দিয়েছি।
আমাদের সামনেই তারা
কার্যক্রম বন্ধ করেছে। জানা গেছে, কথিত বিশ্ব
ভালোবাসা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ইয়ামাহ কোম্পানি প্রেমিক যুগলের
জন্য সেলফি তোলার কাপল বুথ চালু করে। বিষয়টি সাধারণ শিক্ষার্থী ও বাম সমর্থিত
ছাত্র সংগঠনের নজরে আসলে তারা ক্যাম্পাসে এ ধরনের কার্যক্রমের সমালোচনা করে।
এ সময় কোম্পানিটি
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে
এম গোলাম রব্বানীর অনুমতি নিয়েছে বলে দাবি করে। যদিও প্রশাসন বলছে তারা এ ধরনের
কোনো কোম্পানিকে ক্যাম্পাসে কার্যক্রম চালানোর অনুমতি দেয়নি। এক পর্যায়ে বিকেলে
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী তাদের কার্যক্রম বন্ধ করে দেন।
সেলফি বুথ বন্ধের আগে
জানতে চাইলে ইয়ামাহ কোম্পানির সুপার ভাইজার রাহুল আহমেদ বলেন,আমরা
বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের অনুমতি নিয়েই এ আয়োজন করেছি। এদিকে দুপুরে
বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে প্রগতিশীল ছাত্র
জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে
কাপোলদের জন্য ইয়ামাহ কোম্পানিকে দিয়ে ব্যবসা করাচ্ছে। তারা এর মধ্য দিয়ে
ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।
0 facebook: