24 January 2018

কুদরতিভাবে চাঁদপুরের এক মৃত ব্যক্তির কবরে ‘আল্লাহ’ ও ‘মুহম্মদ’ লেখা নিয়ে এলাকায় তোলপাড়


স্বদেশবার্তা ডেস্কঃ চাঁদপুরে এক মৃত ব্যক্তিকে কবর দেয়ার আগ মুহূর্তে কবরের মধ্যে আল্লাহমুহম্মদলেখা ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রোববার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই বাড়ির মুহম্মদ আব্দুল কুদ্দুস হাওলাদার ওইদিন সকাল ১০:২০ মিনিটে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কবরটি ছিলো তাঁর। তিনি ছারছীনার পির ছাহেবের মুরিদ ছিলেন।

বাদ এশা (সন্ধ্যা সাড়ে ৭ টায় নামাজের পর উনাকে কবর দেয়ার আগে লোকজন দেখেন কবরের ভিতর মাথার পাশের দিকের মাটিতে ভেঁসে উঠে আল্লাহ নাম আর ডান দিকে রাসুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম, ‘মুহম্মদ।

এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়রা অনেকেই এটি দেখতে ভিড় করেন এবং মুহূর্তের মধ্যে বিষয়টি ফেসবুকের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ওই বাড়ির মসজিদের খতিব মাওলানা ইমাম হাফেজ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথম বিষয়টি একজন দেখে হাত দিয়ে তিনি মুছে ফেলেন। তার কিছুক্ষণ পরে লেখাটি আবার ভেসে উঠে। তখন সবাই নিশ্চিত হয় এটি কারো হাতের কারসাজি নয়।

ইমাম সাহেব আরো জানান, ‘বাদ এশা জানাযা হওয়ার কথা থাকলেও মৃত ব্যক্তির ছেলে ঢাকা থেকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় রাত ১১ টায় জানাযা অনুষ্ঠিত হয়। বিলম্বের এ সুযোগে বিষয়টি দূর-দূরান্তের অনেকেই মহান আল্লাহ তালার এই মহিমা দেখার সুযোগ পান।

একজন দুজন নয়, এ ঘটনার সাক্ষী হাজারো মানুষ বলে তিনি চাঁদপুর টাইমসের কাছে দাবি করেন।

ফেসবুকে প্রথম পোস্টকারী ওই এলাকার বাসিন্দা মাওলানা আবু বকর বিন ফারুক জানান, ‘ঘটনা প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারেননি, কিন্তু দেখার পর সবাই বিষয়টি অনুভব করতে পেরেছেন। এ ঘটনা মুহূর্তের মধ্যেই সর্বত্র প্রচার হয়ে যায়, এবং অনেক লোকজন দেখার জন্য ভীড় জমায়।

তিনি আরো জানান, কবরটি খুঁড়েছেন স্থানীয় বাসিন্দা হারুস ঢালী, জানাযায় ইমামতি করেন, মৃত ব্যক্তির চাচাতো ভাই হাফেজ আবদুর রহমান। মরহুম ব্যক্তি ছারছীনা পীরের মুরিদ ছিলেন। মৃত্যুকালে আবদুল কুদ্দুস মিয়া স্ত্রী, ৩ ছেলে ও দুমেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।


শেয়ার করুন

0 facebook: