আন্তর্জাতিক ডেস্কঃ দলিত মুক্ত ভারত চায় আরএসএস
আর মুসলিম মুক্ত ভারত চায় বিজেপি বলে মন্তব্য করেছেন মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম)
প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।
গত সোমবার বিজেপিশাসিত
মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে এক জনসভায় ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
মুসলিম ও দলিতদের উদ্দেশে
ওয়াইসি বলেন, ‘মুসলিম ও দলিতদের এবার জেগে উঠতে হবে কারণ, বিজেপি এ দেশকে মুসলিম মুক্ত ভারত করতে চাচ্ছে
একইভাবে আরএসএস চায় দলিত মুক্ত ভারত।’
তিনি বলেন, সংঘ পরিবারের মতাদর্শ ও
তাদের গুরু গোলওয়ালকর, হেডগেওয়ার থেকে সাভারকার পর্যন্ত মতাদর্শ হল মুসলিমদের হিন্দু বানানো। এ রকম পরিস্থিতিতে এখন দলিত-মুসলিম
সংঘকে এ ধরণের প্রয়াসের বিরুদ্ধে একজোট হয়ে বলতে হবে তারা হিন্দুত্বকে গ্রহণ করবে
না।’
সংঘ পরিবারের (আরএসএস) নির্যাতন
ও বৈষম্য প্রতিরোধের জন্য দলিত-মুসলিম ঐক্য সময়ের দাবি বলেও আসাদউদ্দিন ওয়াইসি
মন্তব্য করেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: