01 January 2018

‘গোলাগুলিতে’ যুক্তরাষ্ট্রের কলোরাডোতে পুলিশ আহত

স্বদেশবার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কলোরাডোর লিটলটন এলাকায় গোলাগুলিতে একাধিক পুলিশ সদস্যের আহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।  

ডগলাস কাউন্টি শেরিফের অফিসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকালে গোলাগুলির ওই ঘটনায় ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের যার যার ঘরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। 

শেরিফের অফিসের এক টুইটে বলা হয়, একটি আবাসিক এলাকায় গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তাদের তদন্তের মধ্যেই গুলির ঘটনা ঘটে এবং একাধিক পুলিশ সদস্য আহত হন।

ডেনভার পোস্ট জানিয়েছে, আহত অবস্থায় তিনজনকে স্কাইরিজ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।তাদের অবস্থা গুরুতর নয়। আরও চারজনকে নেওয়া হয়েছে লিটলটন অ্যাভেটেস্ট হাসপাতালে।

তবে সেখানে ঠিক কী ঘটেছে, আহতদের মধ্যে কতজন পুলিশ সদস্য - সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


শেয়ার করুন

0 facebook: