01 January 2018

হবিগঞ্জে পুলিশের গুলিতে সাবেক পৌর কাউন্সিলরের মৃত্যু

স্বদেশবার্তা ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে সাবেক এক পৌর কাউন্সিলরের মৃত্যু হয়েছে। চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান জানান, রোববার রাত ১২টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নে মাগুরুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ মিয়া (৪০) মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের ভাষ্য। ইউনুছ চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দক্ষিণ হাতুণ্ডা গ্রামের গনি মিয়ার ছেলে।

ওসি আজমিরুজ্জামান বলেন, “রাত ১২টার দিকে ইউনুছসহ চার-পাঁচজন ইয়াবা সেবন করছিলেন। সেখানে মাদক বিক্রেতাদের ধরতে গেলে তারা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইউনুছ আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ সময় এসআই আতাউর রহমান আহত হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।


শেয়ার করুন

0 facebook: