01 January 2018

কোস্টারিকায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

স্বদেশবার্তা ডেস্কঃ মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেননিহতদের মধ্যে ১০ জন যুক্তরাষ্ট্রের ও দুইজন কোস্টারিকার নাগরিকরোববার বিকেলে কোস্টারিকার গোয়ানাকাস্তে প্রদেশের পুন্টা ইজলিতা এলাকায় এ ঘটনা ঘটেখবর বিবিসি, সিএনএনেরস্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ১০ জন যাত্রী ও দুইজন পাইলট ছিলেনআরোহী ওই ১০ জনই যুক্তরাষ্ট্রের নাগরিকআর পাইলট ও কো-পাইলট ছিলেন কোস্টারিকার নাগরিক

ঘটনার পর পরই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিধ্বস্ত বিমানের কিছু পোস্ট করে কোস্টারিকার জন-নিরাপত্তা মন্ত্রণালয়ছবিগুলোতে দেখা গেছে, বনভূমির মধ্যে পড়ে থাকা বিমানটিতে আগুন ছড়িয়ে পড়ছেএছাড়া বিমানের পুড়ে যাওয়া অংশগুলো থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বেরুচ্ছে

তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি জানাতে পারেনি কোস্টারিকান কর্তৃপক্ষতারা জানিয়েছে, লাশগুলো উদ্ধারের জন্য তারা বনভূমির দিকে যাচ্ছেএদিকে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কোস্টারিকার প্রেসিডেন্ট লুইস গুল্লারমো সলিস রিভেরাসামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক শোক বার্তায় তিনি লিখেছেন, কোস্টারিকার দুই পাইলট ও আমেরিকার ১০ নাগরিকের মৃত্যুতে কোস্টারিকান সরকার গভীরভাবে শোকাহতসোমবার ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেছেন


শেয়ার করুন

0 facebook: